বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
আজ ১১ই সেপ্টেম্বর ব্লাড ডোনার অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং ছাঁটরামপুর শিক্ষা ও সংস্কৃতি সংস্থার সহযোগিতায় শিক্ষা ও সংস্কৃতি সংস্থা ক্লাবের হল ঘরে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের চিকিৎসক এম ডি ফিজিশিয়ান ডাক্তার বি পি রায় উক্ত শিবিরে মোট 85 জন মুমূর্ষ রোগী ডাক্তার দেখিয়েছেন। এই শিবিরে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশন তুফানগঞ্জ শাখার কার্যকরী কো অর্ডিনেটর বাপ্পা আহমেদ,সদস্যা ছবিতা দাস,সদস্য দীপঙ্কর রায়,বিনোদ দাস,পিন্টু দাস,মিন্টু রায়, চন্দন দাস এছাড়াও অনেকে !এছাড়াও হিউম্যান রাইটস কাউন্সিল এর সাব ডিভিশন সেক্রেটারী গৌতম চন্দ্র পাল,সদস্যা রুমা কুন্ডু