BDO ফুট ATM
তুফানগঞ্জ ধলপলের বাসিন্দা অরুন চন্দ্র দাস ও পায়েল দাসের মেয়ে আরাধ্যা দাসের মুখেভাত অনুষ্ঠানে প্রচুর খাবার বেঁচে যায় মেনুতে ছিল(ভাত,ডাল, মাছ,মাংস, মিষ্টি) এবং যোগাযোগ করে আমাদের ব্লাড ডোনার অর্গানাইজেশন এর ফুড ATM এ সাথে এবং ব্লাড ডোনার অর্গানাজেশন সদস্যরা সেই খাবার গুলো বিতরণ করে তুফানগঞ্জের দক্ষিণ শ্রীলংকা গ্রামের আশেপাশে থাকা ৫০ দুস্থ মানুষদের মধ্যে কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশন- তুফানগঞ্জ কার্যকরী কো-অর্ডিনেটর বাপ্পা আহমেদ, সদস্য দীপঙ্কর রায়,পিন্টু দাস , এবং সদস্যা দোয়েল বর্মা, পূজা দাস,সাথী বসাক প্রমুখ।। বিডিও সংগঠনের পক্ষ থেকে বার্তা দেয় সকলের উদ্দেশ্যে,“খাবার নষ্ট করবেন না,অতিরিক্ত হলে যোগাযোগ করুন বিডিও ফুড ATM এর সাথে। আমরা পৌঁছে দেব সেই খাবার অভুক্ত দের কাছে। ব্লাড ডোনার অর্গানাইজেশন সবার সাথে সবার পাশে