সক্রিয় বিডিও ফুড ATM
কোচবিহার কলাবাগানের বাসিন্দা সঙ্কু শর্মা তার বাড়িতে অনুষ্ঠানে প্রচুর খাবার বেঁচে যায় মেনুতে ছিল(ভাত,ডাল,পনিরের তরকারি,সবজি,চাটনি, মিষ্টি) এবং যোগাযোগ করে আমাদের ব্লাড ডোনার অর্গানাইজেশন এর ফুড ATM এ সাথে এবং ব্লাড ডোনার অর্গানাজেশন সদস্যরা সেই খাবার গুলো বিতরণ করে কোচবিহারের রানিবাগান মাশানপাঠ এলাকায় আশেপাশে থাকা ৪০ দুস্থ মানুষদের মধ্যে কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশন - কোচবিহার এর সদস্য অভিষেক রায়,অমিত মাহাতো,প্রিয়ব্রত চক্রবর্তী, সন্দীপ চক্রবর্তী প্রমুখ।।