আসন্ন দূর্গোৎসব উপলক্ষ্যে দক্ষিণ কামাখ্যাগুড়ির, বাংলা চৌপথিতে মিলন সংঘে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ
আজ দক্ষিণ কামাখ্যাগুড়ি (বাংলা চৌপথি) মিলন সংঘের ব্যবস্থাপনায় ও ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় একটি মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত রক্তদান শিবিরে ২জন মহিলা সহকারে মোট ২৪জন স্বেচ্ছায় রক্তদান করলেন। রক্ত সংগ্রহ করে আলিপুরদুয়ার ব্লাড ব্যাঙ্ক। সবুজায়নের লক্ষ্যে রক্তদাতাদের চাঁরাগাছ প্রদান করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মিলন সংঘের সম্পাদক পিনাক দেবনাথ,সদস্য জয়ন্ত বিশ্বাস, ব্লাড ডোনার অর্গানাইজেশনের কামাখ্যাগুড়ির কো-অর্ডিনেটর অনুপ দাস, সম্পাদক রাজা বৈদ্য, এবং ব্লাড ডোনার অর্গানাইজেশনের জোড়াই এর সদস্য মৃনাল দে, বারোবিশায় সদস্যা প্রীয়াশ্রী সাহা,প্রীয়া দাস,রামপুরের সদস্যা প্রীয়াঙ্কা সাহা প্রমুখ।