পুন্ডিবাড়ির তাপস দত্ত তার ছেলে অর্নিবাণ দত্তের জন্মদিনে নতুন বস্ত্রদান করলেন বিডিও পাঠশালার দুস্থ শিশুদের
আজ পুন্ডিবাড়ির তাপস দত্ত তার ছেলে অনির্বাণ দত্তের তৃতীয় জন্মদিন পালন করলেন বিডিও পাঠশালার দুস্থ ছোট ছোট বাচ্চাদের নিয়ে। এছাড়াও বিডিও পাঠশালার দুঃস্থ বাচ্চাদের বস্ত্র বিতরণ করলেন। তাপস দত্ত "কান্ত নারায়ন চতুর্থ পরিকাঠামো" বিদ্যালয়ের শিক্ষকতা করেন। তার ছেলে অনির্বাণ দত্ত এর তৃতীয় জন্মদিন উপলক্ষে ৪০ জন দুস্থ বাচ্চাদের নতুন পোশাক দান করলেন তিনি। তাপস দত্ত জানান তিনি ছোট ছোট বাচ্চাদের নতুন পোশাক দিয়ে নিজে খুব খুশি এবং এরপরেও যেভাবে পারবেন পাশে থাকবেন ব্লাড ডোনার অরগানাইজেশনের বিডিও পাঠশালার শিশুদের নিয়ে। ব্লাড ডোনার অরগানাইজেশনের প্রধান শিক্ষক পবিত্র রায় মহাশয় তাপস দত্তের ছেলে অনির্বাণ দত্তের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাডিও পাঠশালার শিক্ষিকা দিপা কেওট,সদস্য মুর্তাজা আলী,সন্দিপ চক্রবর্তী,অভিষেক রায় প্রমুখ। আপনারা যদি কেউ চান যে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করবেন তো ব্লাড ডোনার অর্গানাইজেশন এর সঙ্গে যোগাযোগ করুন ।