BDO

Head Ofice : Cooch Behar, West Bengal, India   Call Us : + 91-7679844559

সবুজায়নের লক্ষে দিনহাটা উচ্চতর বিদ্যালয়ে  বৃক্ষ রোপন কর্মসূচী

সবুজায়নের লক্ষে দিনহাটা উচ্চতর বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচী

সবুজায়নের লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচি দিনহাটা উচ্চ বিদ্যালয়ে দিনহাটা , ১৪ সেপ্টেম্বর : সবুজায়নের লক্ষ্যে এবং বিশ্ব উষ্ণায়ন দূরীকরণের উদ্দেশ্যে আজ দিনহাটা উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। চারিদিকে যখন উন্নয়ের স্বার্থে অরণ্য ছেদন করা হচ্ছে তখন বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয় গুলি বৃক্ষ রোপন, চারাগাছ বিলির মাধ্যমে যেমন মানুষদের সচেতন করছেন তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তেমনি আজ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দিনহাটা উচ্চ বিদ্যালয়ে বেশকিছু চারাগাছ রোপন করা হয় এবং চারাগাছ গুলিকে সুরক্ষিত রাখার ব্যাবস্থাও নেওয়া হয় সংস্থার তরফ থেকে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন অধিকারী মহাশয়, সহকার শিক্ষক গনেশ চন্দ্র সাহা, দীনেশ রায়, বিমন্ত নার্জীনারি প্রমুখ, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে উপস্থিথ ছিলেন দিনহাটা শাখার কো অর্ডিনেটর সুস্মিতা চন্দ , রাজ্য পর্যবেক্ষক শুভময় দে, সদদ্য দীপক , কৌশিক সূত্রধর, রমেশ বর্মন, বাবাই দাস, সদস্যা বনানী সরকার প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন বাবু বলেন, আজকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের উদ্যোগে আমাদের বিদ্যালয়ে একটি বৃক্ষ রোপন কর্মসূচি করা হচ্ছে, এটি খুবই ভালো উদ্যোগ এবং আমাদের সহযোগিতা তাদের সাথে আছে সব সময়। আজকে আমরা দেখছি চারিদিকে বৃক্ষ ছেদনের ফলে আবহাওয়ার যে পরিবর্তন দেখা দিয়েছে তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক বিশাল বিপদের সম্মুখীন হতে পারে, তাই আমাদের সকলের কর্তব্য বেশি করে বৃক্ষ রোপন করা। তাই আজকে স্বেচ্ছাসেবী সংগঠন যেই উদ্যোগ নিয়েছে, আমরা সকল শিক্ষক বর্গ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সংস্থার পক্ষ থেকে সুস্মিতা চন্দ মহাশয়া জানান, আমরা আজ দিনহাটা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি করলাম এবং বিদ্যালয়ের শিক্ষকগন আমাদের সম্পূর্ণ ভাবে সহযোগিতা করেছেন, তিনি আরও বলেন আজকে আমরা দেখেছি চারিদিকে যেইভাবে মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য একাধারে অরন্য ছেদন করে যাচ্ছে এবং আমরা এটাও দেখেছি যে বিভিন্ন জায়গায় উন্নয়নের জন্যও গাছ কেটে ফেলা হচ্ছে, যার ফলস্বরূপ আমরা আমরা আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার এক বিপুল পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, এই বৃক্ষ ছেদনের ফলে আমরা ভূগর্ভস্থ জলের এক সমস্যাও দেখতে পাচ্ছি। আমরা জানি একটি গাছ একটি, গাছ লাগান প্রাণ বাঁচান, আমরা এই উদ্দেশ্যকে সফল করতে অঙ্গীকারবদ্ধ।

Details

Joint Organizer

Blood Bank

Next Event Previous Event
Back To Top