বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
জলঢাকাতে চক্ষু পরীক্ষা শিবির জলঢাকা,১৪সেপ্টেম্বরঃ আজ ধূপগুড়ির জলঢাকা মুক্তমঞ্চে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। চক্ষু পরীক্ষা শিবিরের পরিচালনা করে জলঢাকা সামাজিক জাগরন মঞ্চ, সহযোগিতায় ব্লাড ডোনার অর্গানাইজেশন ও শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিতাল। আজ চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা করার ১০৩জন গ্রামবাসী। ছানি অপারেশনেররজন্য ১৯জন কে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হবে। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন জলঢাকা সামাজিক জাগরন মঞ্চ সভাপতি তথা ব্লাড ডোনার অর্গানাইজেশন জলঢাকার কো-অর্ডিনেটর রনজিৎ রায়, ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য, ব্লাড ডোনার অর্গানাইজেশনের সদস্য সুব্রত রায়,অরিন্দম রায়, বিশিষ্ট শিক্ষক রতন চন্দ্র রায়,জলঢাকা শ্রমিক ইউনিয়নের সম্পাদক জয়দেব তপাদার প্রমুখ। আজ সমাজসেবার কাজের নিরিখে ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য মহাশয় জলঢাকার কো-অর্ডিনেটর রনজিৎ রায় মহাশয়কে জলঢাক মুক্তমঞ্চে বিশেষভাবে সন্মানিন করলেন। কারন তিনি ধূপগুড়িতে অনেক রক্তদান শিবির করছেন। নিজের জন্মদিন-উপলক্ষে গত বছর রক্তদান শিবির করেছেন এবং নিজের মা কে সাথে নিয়ে মরনোওর চক্ষুদানের অঙ্গীকার করেছেন।