Blood donation camp on the occasion of 50 years of Durga Puja
২২ শে সেপ্টেম্বর রবিবার টেঙনমারি যুব তীর্থ ক্লাবের পরিচালনায় ও ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত রক্তদান শিবিরে সকলের উপস্থিতি একান্ত ভাবে কামনা করি। স্থান - টেঙনমারি, যুব তীর্থ ক্লাব প্রাঙ্গণ ( কোচবিহার খাগড়াবাড়ি থেকে রাজার হাট যেতে মাষান বাবার মন্দির পার করার পর টেঙনমারি যুব তীর্থ ক্লাব )।