স্বেচ্ছায় রক্তদান শিবির
আজকে ১৫/১০/২০১৯ দেওচড়াই উত্তরণ ক্লাবে গোল্ডেন জুবিলীকে সামনে রেখে এক স্বেচ্চায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করে, এদের মধ্যে ৫জন মহিলা,১জন সাংবাদিক,১জন সিভিক ভলান্টিয়ার উক্ত শিবিরে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের তুফানগঞ্জ শাখার কার্যকরী কো অর্ডিনেটর বাপ্পা আহমেদ, রাজ্যপর্যবেক্ষক শুভময় দে, সদস্য সন্দীপ চক্রবর্তী, বিনোদ দাস,অভিষেক রায়,সদস্যা প্রিয়াঙ্কা দাস