Covid19 জরুরি পরিষেবা , খাবার বিতরণ
*#মানবিক_ভান্ডারী* #লকডাউনে_পাঁচ_শতাধিক_মানুষদের_দুপুরের #আহারের_ব্যবস্থা_করেছিলেন_খাগড়াবাড়ি #লক্ষীনারায়ন_কলোনির_যুবকরা। তাদের কর্মসূচি শুরু হয় কোচবিহার রানিবাগান বাধের পাড় সন্নিকট বিডিও পাঠশালার দুস্থ ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী দের নিয়ে। পর্যায়ক্রমে সাগরদিঘির চত্বরের দুঃস্থ মানুষদের, মদনমোহন বাড়ির বৃদ্ধ-বৃদ্ধাদের, কোচবিহার এম জে এম হসপিটাল মাতৃমা রোগীর পরিবার পরিজন মধ্যে। পরিশেষে রেল ঘুমটি এলাকার রেল লাইনের ধারে মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদ্যোক্তাদের মধ্যে চন্দন দে, স্নেহাশীষ দত্ত, সঞ্জয় সরকার, পিযুষ দে, শুভজিৎ দে, অমিত কুমার দাস, আশীষ সোম, তাপস রায়, অংশুমান সরকার, দেবাশীষ গুন, সুমন সাহা, বিজয় সরকার, শংকর শর্মা। উক্ত কর্মসূচিতে সহযোগিতা করেছেন আসিস ধর,পঙ্কজ সরকার, পরিমল সরকার। এবং কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য, সদস্য বিরাজ নারায়ণ দাস, অসিত কুমার দাস এবং শিল্পী চন্দ, সহেনি রায় সরকার প্রমুখ।