BDO

Head Ofice : Cooch Behar, West Bengal, India   Call Us : + 91-7679844559

বিডিও স্বেচ্ছাসেবী সংগঠন ও নিত্যানন্দ ক্লাব এর পক্ষ থেকে থেকে করোনা ভাইরাস এড়াতে সচেতনতা মূলক মাইকিং ও হ্যান্ডবিল পোস্টার বিলি

বিডিও স্বেচ্ছাসেবী সংগঠন ও নিত্যানন্দ ক্লাব এর পক্ষ থেকে থেকে করোনা ভাইরাস এড়াতে সচেতনতা মূলক মাইকিং ও হ্যান্ডবিল পোস্টার বিলি

বিডিও স্বেচ্ছাসেবী সংগঠন ও নিত্যানন্দ ক্লাব এর পক্ষ থেকে থেকে করোনা ভাইরাস এড়াতে সচেতনতা মূলক মাইকিং ও হ্যান্ডবিল পোস্টার বিলি করা হয় বামন হাট,চৌধুরীহাট,সাহেবগঞ্জ এলাকায়। গ্রামীণ সাধারণ মানুষের কাছে মরণ, মহামারী করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতা মূলক বার্তা প্রদান করা হয়। এবং তার সাথে মানুষকে সতর্ক ও সরকারি নির্দেশ ও পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ করা হয় l ব্লাড ডোনার অর্গানাইজেশন এর বামনহাট শাখার কো-অর্ডিনেটর মুর্তাজা আলী বলেন করোনা ভাইরাস গোটা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে l এই ব্যাধিকে আটকানোর জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে চলেছেন।তাই আমার বামন হাট চৌধুরীহাট সাহেবগঞ্জ এলাকায় গ্রামবাসীদের সচেতন করি। যাতে গ্রামের সাধারণ মানুষ সতর্ক হয় এবং এই মারণ ভাইরাসকে অতি সহজেই রোধ করা যায় l উক্ত কর্মসূচিতে সহযোগিতা করেন সাহেবগঞ্জ থানার ওসি সৌমাল্য আইচ মহাশয়। ব্লাড ডোনার অরগানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য বলেন আমাদের সচেতনতা মূলক বার্তাগুলি ছিল :- 1. কাশী, জ্বর বা স্বাস কষ্ট হোলে শীঘ্রই ডাক্তার দেখান l 2. নিয়োমিত সাবান দিয়ে হাত ধোবেন l 3. নিজের মুখ নাখ চোখ, স্পর্শ করবেন না l 4. জনবহুল জায়গায় যাবেননা, যে কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় এক মিটার দূরত্ব রেখে কথা বলতে হবে l 5.হাঁচি, কাশির সময় রুমাল বা জীবাণু মুক্ত কাপড় মুখে ও নাকে চাপা দিন l 6.সব সময় গরম খাবার খাবেন এবং ফ্রিজ ব্যবহার করবেন না l 7. কারো সাথে হ্যান্ডসেক করবেন না l একটু দূরত্ব রেখে কথা বলবেন l 8.অসুস্থ বোধ করলে নিকটবর্তী সরকারি হাসপাতালে যোগাযোগ করুন l 9. মাস্ক ব্যবহার করুন l 10. বাড়ি ঘর, বিছানা পরিষ্কার রাখুন l 11. জামাকাপড় ভালোভাবে কেঁচে ব্যবহার করুন l 12. করোনা ভাইরাস সম্পর্কে জানতে ও সচেতন ও কোনো রূপ সমস্যা দেখাদিলে যোগাযোগ করুন পশ্চিমবঙ্গ সহায়ক নম্বর 3323412600 .. l এছাড়াও এলাকায় ভিড় এড়িয়ে চলার নির্দেশও দেওয়া হয়। এই উদ্দেশ্য দেশ কে বাঁচাতে সিদ্ধান্ত নিয়েছি সচেতনতা মূলক প্রচার করে যাবো , সাথে সারা পেয়েছি সাহেবগঞ্জ থানার Soumullay aich sir এর ও নিত্যানন্দ ক্লাব এর সভাপতি, কোষাধ্যক্ষ, বাড়ির পাশের কিছু মানুষের যারা সাহস যুগিয়েছে । আশ্বাস দিয়েছে সবাই এর বিরুদ্ধে আমরা শিক্ষিত যুব সমাজ লড়াই করবো ,লড়াই এ জিতবো । আজকের কর্মসূচি তে সাহায্য করেছে , সাহস যুগিয়েছে ,পাশে ছিল সম্মানিয় OC SIR, রাজা বৈদ্য দাদা, মৌউ চক্রবর্তী পিসি,‌স্থানিয় ডাক্তার পুলক চক্রবর্তী দাদু, এছাড়াও রাহল , রজত কর্মকার কাকা আরো অনেকে । আমরা অঙ্গিকার বদ্ধ এই লড়াই এ জয়ি হতে । ডক্তার ,নার্স, পুলিশ প্রশাসন, সরকার আমাদের বাঁচাতে বদ্ধ পরিকর থাকতে পারে আমরা আমাদের জন্য এইটুকু সচেতনতা করতে পারি । আশা রাখছি আপনারাও করবেন । দেশের ভালোর জন্য । জয় হিন্দ , বন্দে মাতরম ।

Details

Joint Organizer

Blood Bank

Next Event Previous Event
Back To Top