লকডাউন গোটা দেশ এমার্জেন্সি পরিসেবা(প্রশাসনের অনুমতি নিয়ে) দিতে প্রস্তুত সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন
লকডাউন গোটা দেশ কিন্ত আমরা প্রশাসনের অনুমতি নিয়ে এমার্জেন্সি পরিসেবা দিতে প্রস্তুত প্রত্যেকদিন আজ চতুর্থ দিন। লকডাউনের জন্য যারা খেতে পারছে না তাদের খাবারের ব্যাবস্থা করতে আমরা বদ্ধ পরিকর ।হা আমরা ব্লাড ডোনার অর্গানাইজেশন এর সদস্য ,ব্লাড ডোনার অর্গানাইজেশন আমাদের শিখিয়েছে কিভাবে মানুষের পাশে থাকতে হয় । লকডাউন এর কবলিত মানুষদের দুর্দশা দেখে থেমে থাকেনি নিত্যানন্দ ক্লাব এর সদস্যরা কাদে কাদ মিলিয়ে নেমে পরেছে সবাই । আজকের চতুর্থ দিনে সাহায্য করেছে শর্মিষ্ঠা বাসু,(প্রথম দিন থেকেই সাহায্য করেছেন) , গজেন চন্দ্র বর্মন প্রাথমিক শিক্ষক , স্বরোজ দা (রামপুর--বারোবিশা )সৌম্য চক্রবর্তী, রাহুল মদক, বিশ্বরুপ মদক , এবং মুর্তাজা আলী ,( নিত্যানন্দ ক্লাব এর সম্পাদক ও ব্লাড ডোনার অর্গানাইজেশন কো-অরডিনেটর ) এছাড়াও সব রকম পরিস্থিতিতে পাশে দারায় ক্লাবের সভাপতি শ্যামল বর্মন, কোষাধ্যক্ষ তাপস বর্মন । আমার যতদিন লকডাউন চলবে ততদিন এই এমার্জেন্সি পরিসেবা দিয়ে থাকবো সরকারি গাইড লাইন অনুসারে । । আপনাদের কারো নজরে এরকম না খেয়ে থাকা মানুষ এর খোঁজ পেলে আমাদের জানাবেন । *যোগাযোগ -- 9749945462* মুর্তাজা আলী ।(ব্লাড ডোনার অর্গানাইজেশন কো-অরডিনেটর ও নিত্যানন্দ ক্লাব সম্পাদক) ।