বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রক্ত দান শিবির
*#৮ই_মে_বিশ্ব_থ্যালাসেমিয়া_দিবস_উপলক্ষ্যে #স্বেচ্ছায়_রক্তদান_শিবির* #লকডাউনে #বিডিও_সংগঠনের_সপ্তম_রক্তদান_শিবির থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকতে ব্লাড ডোনার অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলায় একটি মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কোচবিহার সেন্ট জন ব্লাড ব্যাংকে। রক্তদান শিবিরের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কোচবিহার বন্ধন ব্যাংক পরিবার। *বিশেষ উল্লেখ্য একজন থ্যালাসেমিয়া* *রোগীর o নেগেটিভ রক্তের প্রয়োজন হয়।* সব জায়গায় ঘোরাঘুরি করে থ্যালাসেমিয়া শিশুটির বাবা বাবলু শীল , রক্ত না পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে যোগাযোগ করেন। একে লকডাউন, তার ওপর o নেগেটিভ রক্ত। স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সদর কো-অর্ডিনেটর সমীর পাল নিজে একজন 11 বছর শিশুর জন্য o নেগেটিভ রক্তদান করেন। আজকের এই থালাসেমিয়া দিবসে সমীর পালের এই মহতী উদ্যোগ। শিশুর নাম বিকাশ শীল ,বাড়ি খাপাসডাঙ্গা, বয়স 11 । সংগঠনের সম্পাদক রাজা বৈদ্য বলেন সংগঠনের পক্ষ থেকে এই বার্তাই দেওয়া হয় যে *বিয়ের আগে কুষ্টি বিচার না করে অবশ্যই রক্ত পরীক্ষা করূন।* এই নিয়ে লকডাউন এ আমাদের সংগঠনের পক্ষ থেকে সপ্তম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। আজকের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহারের কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়, টাউন বাবু মৃত্যুঞ্জয় চক্রবর্তী, চিত্রশিল্পী শ্রী হরি দত্ত,কবি নীলাদ্রি দেব, সংগঠনের জেলা কো-অর্ডিনেটর গোলক সাহা, সদস্য বিশ্বরূপ দাস, সন্দীপ চক্রবর্তী, অসিত কুমার দাস, সদস্য দীপা কেওট, মুক্তা পারভিন প্রমূখ। আজকের এই রক্তদান শিবিরে সংগঠনের ফাউন্ডার মেম্বার বিরাজ নারায়ন দাস ১২ বার স্বেচ্ছায় রক্ত দান করেন বলে জানা গেছে।