ফালাকাটাতে কোবিড ১৯ এমার্জেন্সি খাদ্য সামগ্রী বিতরণ
ফালাকাটা সুপার স্পেসালিটি হসপিটালের ডাক্তার শ্রীমতি ডঃ সৃষ্টি ভট্টাচার্য ও ডঃ মানস সরকার সস্ত্রীক উপস্থিত থেকে এবং ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় ফালাকাটা ব্লকের কুঞ্জনগর, ময়রাডাংগা এলাকায় ৫০ টি পরিবারের মধ্যে চাল, ডাল,নুন,সাবান,সয়াবিন এবং কাচা সবজি বিতরন করেন। আজকের উক্ত কর্মসুচিতে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশন ফালাকাটা শাখার সম্পাদক অরিন্দম বিশ্বাস, সদর কো-অর্ডিনেটর টুবাই গোপ, সদস্য রাকেশ বর্মন,দিপংকর মন্ডল, যুথিকা সরকার, দেবাষিস সরকার প্রমুখ। ডঃ সৃষ্টি ভট্টাচার্য ও ডঃ মানস সরকার-কে ব্লাড ডোনার অর্গানাইজেশন ফালাকাটা শাখার পক্ষ্য থেকে জানাই রক্তিম অভিনন্দন, আপনাদের আগামি জীবন সুন্দর হোক। \\ধন্যবাদান্তে// অরিন্দম বিশ্বাস সম্পাদক (ফালাকাটা শাখা) ব্লাড ডোনার অর্গানাইজেশন। সবার সাথে সবার পাসে।