বামন হাট পোয়াতুরকুটিতে চক্ষু পরীক্ষা শিবির
বীর সন্নাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে গত ১২-০১-২০২০ রবিবার নিত্যানন্দ ক্লাবের পরিচালনায় ও ব্লাড ডোনার অর্গানাইজেশন এর ব্যাবস্থাপনায় এবং কোচবিহার জেলা সাস্থ্য দপ্তরের সহযোগিতায় এই প্রথম বার শুরু হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে চশমা প্রদান । আজ তার সমাপ্তির দিন ছিল সেদিন থেকে শুরু করে আজ অবদি ৪৬২ জন দুস্থ মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসক দ্বারা চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা প্রদান করা হয় । আজকে তৃতীয় দিনে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শেষ হয় । ধন্যবাদ ক্লাবের সকল সদস্যকে এবং আপামোর জনসাধারণকে । এছাড়াও ধন্যবাদ ব্লাড ডোনার অর্গানাইজেশন দিনহাটা ও বামন হাট, সাহেবগঞ্জ শাখার সদস্যদের । স্পেশাল থ্যাংকস ডাক্তার পি কে দত্ত স্যার যিনি একার হাতে সমস্ত রোগীকে দেখেন । এবং কোচবিহার পাটি শিল্প বাবাসাই কল্যাণ সমিতির সবাইকে তার কথা বললেই নয় দয়াল দা যার ব্যাবস্থায় এই কর্মসূচি সফল । সর্বশেষ যার হাত ধরে এতোদুর আসা রাজা বৈদ্য দাদা ও নবেন্দু ভদ্র দাদা কে ধন্যবাদ জানাই । সর্বশেষ ধন্যবাদান্তে - মুর্তাজা আলী (বিডিও বামনহাট কো-অর্ডিনেটর ও নিত্যানন্দ ক্লাব সম্পাদক )