অন্নপ্রাশনে রক্তদান চক্ষু পরীক্ষা ও পাওয়ার চশমা বিতরণ পশ্চিম রামপুরে
অন্নপ্রাশনে রক্তদান চক্ষু পরীক্ষা ও পাওয়ার চশমা বিতরণ পশ্চিম রামপুর আজ জোড়া ই পশ্চিম রামপুর এর উইলসন রোড এ সরোজ রায়ের মেয়ে সমৃদ্ধা রায়ের অন্নপ্রাশন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও পাওয়ার চশমা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মোট 170 জন মানুষ চক্ষু পরীক্ষা করান এবং বিনামূল্যে তাদের চশমা প্রদান করা হয়। রক্ত সংগ্রহ করে কুচবিহার সেন্ট জন্স ব্লাড ব্যাংক। ব্লাড ডোনার অর্গানাইজেশন এর জড়াই শাখার কোঅর্ডিনেটর সরোজ রায় বলেন আমার মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে সমাজসেবার কিছু কাজ করার ইচ্ছে দীর্ঘদিনের। তাই আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী ও সংগঠনের সদস্য ও সদস্যদের নিয়ে নিয়ে স্বেচ্ছা রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন করেছিলাম। রক্তদান শিবির বর্তমানে রক্তদান উৎসবে পরিণত হয়েছে। তাই মেয়ের অন্নপ্রাশন এ রক্তদান শিবির করলাম।মেয়ের অন্নপ্রাশন এ আমি নিজেও আজ রক্তদান করলাম। শিবিরে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য, রামপুর কো-অর্ডিনেটর কার্তিক দাস, সদস্য রাজু সাহা, জোড়া ই এর সদস্য সঞ্জয় ঘোষ, অভিজিৎ রায়, দেবাশীষ সরকার, বারোবিশা সদস্য নন্দ দুলাল সাহা, ফলিমারী উমেশ বিশ্বাস, কুচবিহারের মুর্তাজা আলী প্রমূখ।