Blood on call Hero Koushik barman
ওজন তার ১০০ ছুঁই ছুঁই তাতে কি হয়েছে মনের জোর আছে কৌশিক এর । নিজের ইচ্ছায় রক্ত দেবে আগে থেকেই জানিয়েছে , নিজেই ব্লাড ব্যাংক এ এসে রক্ত পরিক্ষা করতে দিলেন । ব্লাড ব্যাংক এর শুভ দা (St. jones) যখন জানায় ভাই তুমি রক্ত দিতে পারবে । আর দেরি না করে মুমুর্ষ রোগীর জন্য নিজের রক্তদান করলেন হাঁসি মুখে। কোচবিহার পলিটেকনিক এর দ্বিতীয় বর্ষের ছাত্র কৌশিক বর্মন । কোচবিহার পলিটেকনিক এর ছাত্র হিসেবে গর্ব হয় ওখান থেকে আমি প্রত্যকদিন একজন রক্তদাতা পাই । এভাবে সমাজের পাশে থেকো ভাই ।