#বিডিও_স্বেচ্ছাসেবী_সংগঠন_মোট_9000 #রোগীর_পরিবার_কে_20000_রক্তের_প্যাকেট #দিয়ে_চার_বছরের_রক্তিম_যাত্রা_পূর্ণ_করল* #ব্লাড_ডোনার_অর্গানাইজেশন...
#বিডিও_স্বেচ্ছাসেবী_সংগঠন_মোট_9000 #রোগীর_পরিবার_কে_20000_রক্তের_প্যাকেট #দিয়ে_চার_বছরের_রক্তিম_যাত্রা_পূর্ণ_করল* #ব্লাড_ডোনার_অর্গানাইজেশন... শুরু হওয়ার 4 বছরের মধ্যেই 9000 মুমূর্ষু রোগীর পাশে থেকে লক্ষ পূরণ করলো ব্লাড ডোনার অর্গানাইজেশন । ৩০ সে জুন ২০১৬ তে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই প্রতিদিন বিনামূল্যে রাজ্য জুড়ে মুমূর্ষ রুগীদের রক্ত সরবরাহ করে চলেছে ব্লাড ডোনার অর্গানাইজেশন ওরফে বি ডি ও। আজ 9000 তম রুগীর পরিবারের হাতে রক্ত তুলে দিলো বি ডি ও সেচ্ছাসেবক রা। যেখানে মোট রক্তের প্যাকেটের সংখ্যা প্রায় ২০ হাজার , করোনা ভাইরাস এর মোকাবিলায় সারা দেশে যখন লকডাউন চলছে , সেই প্রতিকূল পরিস্থিতিতেও গত ২০ দিনে প্রায় 150 প্যাকেট রক্ত সরবরাহ করেছে বিডিও টিম। www.blooddonororganization.com ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইন ডোনার ডাটাবেস তৈরী করে সমগ্র অসম এবং পশ্চিমবঙ্গ জুড়ে রক্ত সরবরাহ করে বিডিও টিম। কোলকাতার সফটওয়্যার কোম্পানি এরোন টেকনোলজি দ্বারা বিনামূল্যে নির্মিত এই ওয়েব সাইটটিতে আপনিও খুঁজে নিতে পারেন আপনার নির্দিষ্ট গ্রুপের ডোনার তথ্য। রক্তের প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন সংগঠনের সভাপতি নবেন্দু ভদ্র ও সম্পাদক রাজা বৈদ্য এর সাথে। #যোগাযোগ_9593347777, 7679844559 সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন সমস্ত রক্তদাতাদের জানানো হয়েছে। সবাই এই ভাবেই রক্তদানের মাধ্যমে মানুষের পাশে থাকবেন অঙ্গীকারবদ্ধ হবেন।