লকডাউনে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিও এর* *দশম রক্তদান শিবির আলিপুরদুয়ারে*
*# #ব্লাড_ডোনার_অর্গানাইজেশন_আলিপুরদুয়ার_জেলা_কমিটির_পরিচালনায় জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে সারা পৃথিবীর মানুষ আজ করোনা ভাইরাস নিয়ে (Covid-19) ভীত সন্ত্রস্ত । সেখানে ব্লাড ডোনার অর্গানাইজেশন মুমূর্ষু রোগীদের পাশে রক্তদানের মাধ্যমে দাঁড়াতে বদ্ধ পরিকর। স্বাস্থ্য বিভাগের সমস্ত রকম বিধিনিষেধ মেনে আজ রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। ১জন মহিলা সহ মোট ১০ ইউনিট রক্ত দান করেন। আলিপুরদুয়ার ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেন। সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি রাকেশ মল্লিক, জেলা সম্পাদক অপরূপ পাল, কার্যকরী সম্পাদক জ্যোতির্ময় বিশ্বাস ও কোষাধক্ষ্য সায়ন্তি দাস সরকার ও উজ্জ্বল বর্মন সমস্ত রক্ত দাতাদের রক্তিম অভিনন্দন জানিয়েছেন। *রক্তদাতাদের "গর্বিত আমি একজন স্বেচ্ছায় রক্তদাতা" ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়।* যাদের সহযোগিতায় আজ রক্তদান শিবির সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য বিভাগ আলিপুরদুয়ার , সর্বোপরি আলিপুরদুয়ার ব্লাড ব্যাংকের সমস্ত কর্মীবৃন্দ। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কোর কমিটির সম্পাদক রাজা বৈদ্য, সদস্য দীপঙ্কর ধর, চিরঞ্জিত দাস, দীপরাজ কুন্ডু, কাকলি সূত্রধর, সন্দীপন সরকার এবং বিশিষ্ট সমাজসেবী আলিপুরদুয়ারের লেরী বোস প্রমূখ।