BDO

Head Ofice : Cooch Behar, West Bengal, India   Call Us : + 91-7679844559

আলিপুরদুয়ার ভোলার ডাবরি উদয় সংঘ ক্লাবের পরিচালনায় ব্লাড ডোনার অরগানাইজেশনের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির

আলিপুরদুয়ার ভোলার ডাবরি উদয় সংঘ ক্লাবের পরিচালনায় ব্লাড ডোনার অরগানাইজেশনের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির

অবশেষে সরকারি নির্দেশিকা অনুযায়ী ৫০ ইউনিট এর একটি রক্তদান শিবির এর অর্ডার স্বাস্থ্য ভবন এর অনুযায়ী, ব্লাড ডোনার অর্গানাইজেশন গর্বিত আজকের ক্যাম্প সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে ৫০ইউনিট রক্ত আলিপুরদুয়ার জেলা ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হলো প্রচুর সংখ্যায় ডোনার ছিল আরো দুটো ক্যাম্প মানে কত ইউনিটের টার্গেট রাখা হয়েছিল কিন্তু সেটা সরকারি নির্দেশিকা অনুযায়ী করা গেল না নেক্সট আরো দুটো বড় বড় ক্যাম্পাসে আলিপুরদুয়ারের বুকে আপনাদের সাফল্য এবং আশীর্বাদ নিয়ে দুটো ক্যাম্প করার ইচ্ছা আছে দেখি কতদূর কি হয় আজকেরটা পরিপূর্ণ 50 করতে পেরে গর্বিত ব্লাড ডোনার অরগানাইজেশনের কাছে ।আমরা গর্বিত আমরা ব্লাড ডোনার অরগানাইজেশনের সদস্য-সদস্যা সদস্যরা আজ আলিপুরদুয়ার ভোলার ডাবরি উদয় সংঘ ক্লাবের পরিচালনায় ব্লাড ডোনার অরগানাইজেশনের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা বিধায়ক সৌরভ চক্রবর্তী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী আলিপুরদুয়ার জেলা ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ পাশাপাশি ব্লাড ডোনার অরগানাইজেশনের উপস্থিত ছিলেন শান্তি দাস ভাটিবাড়ী চিরঞ্জিত দাস সদস্য অমর দেদেশ সরকার সম্পাদক অপরূপ প্রমূখ।

Details

Joint Organizer

Blood Bank

Next Event Previous Event
Back To Top