ব্লাড ডোনার অরগানাইজেশনের চতুর্থ বর্ষপূর্তি
ব্লাড ডোনার অরগানাইজেশনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে 30 শে জুন পালিত হয় ভ্রাম্যমান রক্তদান শিবির। উক্ত শিবিরটি কোচবিহার সাগরদিঘী সংলগ্ন ব্লাড ব্যাংক থেকে শুরু হয়ে তাপুরহাট সাতমাইল মাথাভাঙ্গা এবং ফালাকাটা আলিপুরদুয়ার মোট 50 ইউনিট রক্ত সংগ্রহ করে কোচবিহারে আসে।