পবিত্র_রাখির_বন্ধনে_তৈরি_হোক_রক্তের_বন্ধন রাজারহাট, যাত্রাপুর, তোরসা নদী বাঁধ মাসান পাট
#পবিত্র_রাখির_বন্ধনে_তৈরি_হোক_রক্তের_বন্ধন রাজারহাট, যাত্রাপুর, তোরসা নদী বাঁধ মাসান পাট কোচবিহার, ৩ আগস্ট- "পবিত্র রাখির বন্ধনে তৈরি হোক রক্তের বন্ধন" এই উদ্দেশ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পন্ন হল রাজারহাট যাত্রাপুর মাশানপাঠ এলাকায় তোর্সা নদীর পাড়ে। রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদান করে ১৫ জন রক্ত দাতা। রক্ত দানের পাশাপাশি রাজারহাট যাত্রাপুর এলাকার তোর্সা নদী পার এলাকায় দুস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে ১৩ তম দিনে ফুড এটিএম পরিষেবা বহাল রাখল স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কর্মকর্তারা। সংগঠনের কর্ণধার রাজা বৈদ্য বলেন রাখি পূর্ণিমা উপলক্ষে রক্তদান শিবির এর পাশাপাশি,রাজারহাট যাত্রাপুর এলাকার তোর্সা নদী সংলগ্ন দুস্থ মানুষদের আমরা দুপুরে মাছ, ডিম, ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। যারা আজকের কর্মসূচিতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। সংগঠনের কোচবিহার শহর উপদেষ্টা কমিটির সদস্য সুরঞ্জিত মহন্ত বলেন মানুষ মানুষের জন্য। ধারাবাহিকভাবে আজ ১৩ তম দিনে আমরা মানুষদের পাশে দাঁড়াচ্ছি খুব ভালো লাগছে। ভবিষ্যতে আমাদের এই কর্মকাণ্ড চলতে থাকবে। আজকে রক্তদান শিবিরের পাশাপাশি দুদিন থেকে যারা দুঃস্থ ৮০০ মানুষদের দুপুরের আহার দিয়ে কর্মসূচিতে সহযোগিতার তারা হলেন অনুতোষ রায়(দানু রায়) ,নারায়ণ দত্ত,সুব্রত ভৌমিক,রঞ্জন আচার্য, বাবুয়া দত্ত , অমরজিৎ শীল, মঞ্জুর খান, সমর দেবনাথ, সুরোজ মোদক, অর্পিতা বণিক, মৃদুল বৈরাগী প্রমূখ। আজকের শিবিরে উপস্থিত ছিলেন পুন্ডিবাড়ি থানার এ.এস.আই অভিজিৎ সরকার। #ধন্যবাদ *তারিখ-৩.৮.২০২০ *সোমবার *ফুড এটিএম পরিষেবা ১৩তম দিন *রাজারহাট, যাত্রাপুর, তোরসা নদী বাঁধ সংলগ্ন এলাকা l