শহীদ_ক্ষুদিরাম_বসুর_১১৩_তম_আত্মবলিদান দিবসে_স্বেচ্ছায়_রক্তদান_বৃক্ষরোপণ_এবং ফুড_এটিএম_পরিষেবা
#শহীদ_ক্ষুদিরাম_বসুর_১১৩_তম_আত্মবলিদান #দিবসে_স্বেচ্ছায়_রক্তদান_বৃক্ষরোপণ_এবং #ফুড_এটিএম_পরিষেবা কোচবিহার,১১ ই আগস্ট- #রক্ত_দান_জীবন_দান এই বার্তাকে সামনে রেখে কোচবিহার 2 এর অন্তর্গত #পূর্ব_শালমারা_অনুজ_সংঘ, এর ব্যবস্থাপনায় এবং #ব্লাড_ডোনার_অর্গানাইজেশন এর পরিচালনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির । উক্ত রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মোট ২৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন । #ব্লাড_ডোনার_অর্গানাইজেশনের পক্ষ ক্লাব কর্তৃপক্ষ ও সমস্ত রক্তদাতাকে রক্তিম অভিনন্দন ও কূর্নিশ জানাই । ( বিঃ দ্রঃ প্রায় সমস্ত রক্তদাতাই প্রথমবার রক্তদান করলেন ) । উক্ত রক্তদান শিবিরের রক্ত সংগ্রহ করে কোচবিহার সেন্ট জনস ব্লাড ব্যাংক। বিডিও সংগঠনের কর্ণধার রাজা বৈদ্য বলেন, শহীদ ক্ষুদিরাম বসুর ১১৩ তম আত্ম-বলিদান দিবসে পূর্ব শালমারা, হাতিধুরাতে পালিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও ২০ তম ফুড এটিএম পরিষেবা। 'এই মহামারিতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ৮টি জায়গায় কুড়ি তম দিন থেকে আমরা দুঃস্থ দরিদ্র মানুষদের দুপুরের আহার প্রদান করছি। আজকের কর্মসূচি পালিত হল পূর্ব শালমারা অনুজ সংঘ , হাতিধুরা এলাকায়। আজ দুপুরে দুই শতাধিক মানুষের মধ্যে ডিম ভাত খাওয়ানো ব্যবস্থা করা হয়েছিল। ফুড এটিএম পরিষেবা পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবির_ অনুষ্ঠিত হয় উক্ত এলাকায়। প্রত্যেকটি রক্তদাতাদের রক্তিম শুভেচ্ছা জানাই। মানুষের পাশে থাকতে পেরে মানসিকভাবে শান্তি পাই বলেই এ কাজ চালিয়ে যাচ্ছি আমরা। সারাজীবন এই কাজটাই করে যাব। বিডিও সংগঠনের সভাপতি নবেন্দু ভদ্র, কোচবিহারের বাসিন্দা শুভ্র শঙ্খ গোস্বামী কে ধন্যবাদ আজকের আয়োজনে পাশে থাকার জন্য।' কোচবিহারের শুভ্র শঙ্খ গোস্বামী বলেন, 'মানুষ মানুষের জন্য। ধারাবাহিকভাবে আজ কুড়ি তম দিনে বিডিও টীম এই মহামারীতে মানুষদের পাশে দাঁড়াচ্ছে, খুব ভালো লাগছে। ভবিষ্যতে তাদের এই কর্মকাণ্ডের পাশে আমরা থাকবো।' পূর্ব শালমারা অনূজ সংঘ এর সভাপতি উৎপল রায় বলেন, 'এই মহামারীতে নয়, সারা বছর মানুষদের পাশে দাঁড়াচ্ছে ওনারা, আজ ওঁনাদের পাশে পেয়ে খুব ভালো লাগছে, ভবিষ্যতেও এভাবে কাজ করবেন ওনারা, এ আশা করি, আমরা ভীষণ খুশি।' আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি আমাদের এলাকায় ফুড ATM পরিষেবা করলেন তারা। #ধন্যবাদ ব্লাড ডোনার অর্গানাইজেশন সবার সাথে সবার পাশে 959334777 #শহীদ ক্ষুদিরাম বসুর ১১৩ তম আত্মবলিদান দিবসে পূর্ব শালমারা, হাতিধুরাতে পালিত হল *স্বেচ্ছায় রক্তদান শিবির *বৃক্ষরোপণ কর্মসূচি, *২০ তম দিনে ফুড ATM পরিষেবা ১১.৮.২০২০