11 বছরের মুমূর্ষ রোগীর জন্য বিডিও সদস্যের রক্তদান
BLOOD DONOR ORGANIZATION আজ আমরা সোশ্যাল মিডিয়ায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত একটি 11 বছরের বুনুর জন্য B+ রক্তের প্রয়োজনে একটি পোস্ট করি যদি কোনো সুস্থ, সহৃদয় ব্যক্তি রক্তদান করার জন্য এগিয়ে আসে। কিন্তু রক্তের পোস্ট করলে অনেকেই এড়িয়ে যায়😔। এই লক ডাউনের সময়ে ব্লাড ব্যাংক প্রায় রক্তশূন্য, স্বেচ্ছায় রক্তদাতার ও অভাব। কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করে চলেছি যাতে সঠিক সময়ে রোগীকে প্রয়োজনীয় গ্রুপের রক্ত দিতে পারি। আর আজও আমরা থ্যালাসেমিয়া আক্রান্ত বুনুটির জন্য রক্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বুনুটির হিমোগ্লোবিন পরিমাণ খুব কম 4.0। পোস্ট করা সত্ত্বেও কোনো স্বেচ্ছায় রক্তদাতা না পেয়ে আজ বুনুটিকে রক্ত দিয়ে সাহায্য করার জন্য এগিয়ে এলেন আমাদের "দিনহাটা ব্লাড ডোনার অর্গানাইজেশন"- এর কোষাধ্যক্ষ শ্রীমান রোহিত ইসলাম বাবু। আজ দিনহাটা ও কোচবিহার উভয় ব্লাড ব্যাংকেই B+ রক্তের অভাব থাকায় রোহিত বাবু নিজে কোচবিহারে গিয়ে রক্তদান করেন। রোহিত বাবুর মানবিকতা ও অসাধারণ চিন্তাধারাকে "ব্লাড ডোনার অর্গানাইজেশন "- এর তরফ থেকে কুর্নিশ জানাই। আমরা প্রতিনিয়ত এরকম অনেক রক্তের পোস্ট করে থাকি কিন্তু মানুষ সেই পোস্ট এড়িয়ে যান। আপনাদের কাছে অনুরোধ করবো সুস্থ থাকলে আপনারা অবশ্যই রক্তদান করতে এগিয়ে আসুন। রক্তদান করলে কেউ অসুস্থ হয় না বরং রক্তদান হলো জীবনদান।