মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে ফালাকাটা ব্লাড ডোনার অর্গানাইজেশনের সদস্য চিরঞ্জিত সরকারের রক্তদান
মানুষ মানুষের জন্য মানুষ বিপদে পড়লে কোননা কোন সহৃদয় ব্যক্তি এসে পাশে দাঁড়ায় । স্বাধীনতা দিবসের আগের দিন ফালাকাটা শহরে এক মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজনে এগিয়ে আসলো ফালাকাটা ব্লাড ডোনার অর্গানাইজেশনের অন্যতম সদস্য চিরঞ্জিত সরকার।চিরঞ্জিত সরকার বরাবরই ফালাকাটার মুমূর্ষ রোগীর রক্তের যোগান দিতে প্রত্যেকদিন ফালাকাটা ব্লাড ব্যাংকে ছুটে আসেন মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ানোর জন্য।ফালাকাটা ব্লাড ডোনার অর্গানাইজেশনের এবং পশ্চিমবঙ্গ ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের অন্যতম সৈনিক চিরঞ্জিত সরকারকে কুর্নিশ এবং স্যালুট জানানো হয়েছে। আগামী দিনে এভাবেই চিরঞ্জিত সরকার মানুষের পাশে দাঁড়াক এবং তার সুস্থ এবং সাফল্যমন্ডিত জীবন কামনা করে ব্লাড ডোনার অর্গানাইজেশন।