মুমূর্ষু রোগীর জন্য ছুটে এলেন 19 বছরের যুবক রাজু সাহা
মানুষ মানুষের জন্য মানুষ বিপদে পড়লে কোনো না কোনো সহৃদয় ব্যক্তি এসে পাশে দাঁড়ায় । স্বাধীনতা দিবসের আগের দিন আলিপুরদুয়ারে এক মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজনে এগিয়ে আসলো কোচবিহার রামপুর নিবাসী ব্লাড ডোনার অর্গানাইজেশনের অন্যতম কনিষ্ঠ সদস্য রাজু সাহা।রাজু মুমূর্ষ রোগীর রক্তের যোগান দিতে প্রত্যেকদিন ব্লাড ব্যাংকে ছুটে আসেন মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ানোর জন্য। ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের অন্যতম সৈনিক রাজুকে কুর্নিশ এবং স্যালুট জানানো হয়েছে। আগামী দিনে এভাবেই রাজু মানুষের পাশে দাঁড়াক এবং তার সুস্থ এবং সাফল্যমন্ডিত জীবন কামনা করে ব্লাড ডোনার অর্গানাইজেশন।