Blood Donation camp at Nimti , Alipurduar
করোনা পরিস্থিতিতে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল থাকায় আজ আলিপুরদুয়ার নিমতি দোমহনি ইয়ুথ কর্নার ক্লাবের পরিচালনায় এবং ব্লাড ডোনার অরগানাইজেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল মেগা রক্তদান শিবির । এদিন ১০ জন মহিলা রক্তদাতা সহ মোট ৫৫ ইউনিট রক্ত সংগ্রহ করে আলিপুরদুয়ার জেলা ব্লাড ব্যাঙ্ক। এদিন এই শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন সদ্য সেঞ্চুরি করা রক্তদাতা রঞ্জিত মিশ্র ,বিশিষ্ট সমাজসেবী সোহান গৌড়, ব্লাড ডোনার অরগানাইজেশন এর সম্পাদক রাজা বৈদ্য প্রমুখেরা । সবশেষে স্থানীয় হরিদাস স্মৃতি প্রাইমারি বিদ্যালয়ে ২৫ দিন থেকে পর্যায়ক্রমে চলা বিডিও ফুড এটিএম এর মাধ্যমে প্রত্যেক রক্তদাতা এবং বস্তিবাসি দের মধ্যে ডাল,ভাত,পাঁপড়,ডিম ও পাঁঠার মাংস দিয়ে খাওয়ানোর মধ্যে দিয়ে কর্মসুচি সমাপ্ত করা হয় ।