অসীম দেব অধিকারীর ২৩ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির
অসীম দেব অধিকারীর ২৩ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ৩৩ তম বিডিও ফুড ATM পরিষেবা বহাল থাকলো কোচবিহার, ২৪ আগস্ট- #৩৩তম_ফুড_ATM_পরিষেবা_বহাল_থাকল পশ্চিম শকুনিবালা, লক্ষীহাটি প্রাথমিক বিদ্যালয়, অসীম দেব অধিকারীর ২৩ তম জন্মদিন উপলক্ষে। স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের শহর কমিটির উদ্যোগে উক্ত কর্মসূচি সম্পন্ন হল । বিডিও সংগঠনের কর্ণধার রাজা বৈদ্য বলেন, 'এই মহামারিতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ১৯টি জায়গায় ৩৩ তম দিন থেকে দুঃস্থ দরিদ্র মানুষদের দুপুরের আহার প্রদান করছি। তার সাথে কোচবিহার শহর কমিটির সহ-সভাপতি অসীম দেব অধিকারীর 23 তম জন্মদিন উপলক্ষে 23 জন রক্তদান স্বেচ্ছায় রক্ত দান করেন। আজকের কর্মসূচি পালিত হল কোচবিহার 2 এর অন্তর্গত পশ্চিম শকুনিবালা, লক্ষীহাটি প্রাথমিক বিদ্যালয়ে। আজ দুপুরে কিছু মানুষের মধ্যে মাছ,ভাত খাওয়ানো ব্যবস্থা করা হয়েছিল। আমার মানুষের পাশে থাকতে পেরে মানসিকভাবে শান্তি পাই বলেই এ কাজ চালিয়ে যাচ্ছি আমরা। সারাজীবন এই কাজটাই করে যাব। আজকের আয়োজনে পাশে ছিলেন অধিকারী পরিবার। ব্লাড ডোনার অর্গানাইজেশনের কোচবিহার জেলার শহর কমিটির উপদেষ্টা সদস্য প্রদীপ রায় বলেন, 'মানুষ মানুষের জন্য। ধারাবাহিকভাবে ৩৩ তম দিনে বিডিও টিম এই মহামারীতে মানুষদের পাশে দাঁড়াচ্ছে, খুব ভালো লাগছে। ভবিষ্যতে এই কর্মকাণ্ডের পাশে আমি থাকবো।' অসীমের ২৩তম জন্মদিন উপলক্ষে আজকে কিছু মানুষদের মাছ, ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল।তার সাথে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। অসীমের দাদা প্রশান্ত দেব অধিকারী বলেন আজকে আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে কিছু মানুষদের পাশে দাঁড়ালাম সত্যি খুব ভালো লাগছে। ভবিষ্যতেও আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখবো। ভাইয়ের ২৩ তম জন্মদিন উপলক্ষে 23 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, সত্যিই আমরা গর্বিত সেই সমস্ত রক্তদাতাদের নিয়ে যারা আজকের কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করলেন। Blood Donation Camp at North Bengal