অভিনব উদ্যোগে প্রীতিভোজের অনুষ্ঠান ভাগ করে নিল তুফানগঞ্জে নবদম্পতি রক্তদান উৎসবেরমধ্যদিয়ে...
# কোচবিহার,২৭ নভেম্বর:- রক্তদান যে জীবন দান তা নতুন জীবনের মিলনে আরেকবার প্রমান করলো তুফানগঞ্জের নবদম্পতি। তুফানগঞ্জ এর নিবাসী দীপঙ্কর সাহা ও নিরুপমা সাহা এর প্রীতিভোজ অনুষ্ঠানে রক্তদানের অনুষ্ঠান করে এক অনন্য নজির বলল। পেশায় শিক্ষক দীপঙ্কর এবং স্বাস্থ্যকর্মী নিরুপমা দুই জনেই যে মানব জীবনের বড় অংশটা কে ভালোবাসে তা কিন্তু আর প্রমাণ করার অপেক্ষা রাখে না। সকাল থেকেই সাজো সাজো রব দেখা যায় দীপঙ্করের প্রীতিভোজ কে ঘিরে। আজকে তাদের প্রীতিভোজ কে ঘিরে এবং ব্লাড ডোনার অরগানাইজেশনের উদ্যোগে এক অনন্য নজির গড়লো এই নব দম্পতি। প্রীতিভোজ এর অনুষ্ঠান রাতে হলেও দিনের বেলাতে কিন্তু মানুষের জীবন বাঁচাতে তারা তৎপর হয়ে পড়ে।রাতে কিন্তু মিকি মাউস সেজে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করতে দেখা যায়। দিনের বেলা হল রক্তদানের অনুষ্ঠান করা হলেও প্রীতিভোজ অনুষ্ঠান কিন্তু রাতেই হয়েছে।স্বাভাবিকভাবেই নবদম্পতিকে কুর্নিশ ও শুভেচ্ছা জানাচ্ছে তুফানগঞ্জ সহ কোচবিহার এর সমস্ত নাগরিক। নিজ বিবাহে এমন আয়োজন কিন্তু বরাবরই কমই দেখা যায়। 15 জন এর মত সাধারণ মানুষ কিন্তু এই রক্তদান উৎসবের রক্তদান করে ভাগ করে নেন তাদের আনন্দ। এবং ব্লাড ডোনার অরগানাইজেশনের কিন্তু এখানে একটি অন্য রকম কৃতিত্ব নজরে আসে। করোনাভাইরাস এর কবলে পড়ে যখন রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে তখন এহেন বার্তা সমাজের কাছে এক অনন্য নজির কিন্তু গড়ে তুলেছেন। সুখে থাকুক নবদম্পতি খুশি থাকুক তারা। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কোর কমিটির সম্পাদক রাজা বৈদ্য, তুফানগঞ্জ শাখার সম্পাদিকা সাথী বসাক, সহ সম্পাদক লিটন সাহা, সদস্য পিন্টু দাস, সঞ্জয় রায় প্রমুখ।