স্বর্গীয়া_শিলা_পালের_চতুর্থ_মৃত্যুবার্ষিকী উপলক্ষে_রক্তদান_শীতবস্ত্র_ও_খাদ্য_বিতরণ কর্মসূচি...
স্বর্গীয়া_শিলা_পালের_চতুর্থ_মৃত্যুবার্ষিকী উপলক্ষে_রক্তদান_শীতবস্ত্র_ও_খাদ্য_বিতরণ কর্মসূচি... কোচবিহার,২৯ নভেম্বর:- কোচবিহার রানিবাগান পাটাকুরা এলাকার বাসিন্দা স্বর্গীয়া শিলা পালের চতুর্থ মৃত্যুবার্ষিকী তে স্বেচ্ছায় রক্তদান শিবির এর আয়োজন করা হয়।এবং রাতে নিউ কোচবিহার ও কোচবিহার স্টেশন এলাকায় দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরন ও রাতের খাবার বিতরণ করা হয়। সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় উক্ত কর্মসূচি সম্পন্ন হয়। স্বর্গীয়া শিলা পালের ছেলে নবেন্দু পাল বলেন মায়ের স্মৃতিতে কিছু সমাজসেবার কাজ করতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতেও এই কাজগুলি করে যাব প্রতিবছর। উক্ত কর্মসূচিতে সার্বিকভাবে পাশে ছিলেন স্বর্গীয়া শিলা পালের আরেক ছেলে চঞ্চল পাল ও মেয়ে দীপশিখা দে পাল, পুত্রবধূ রিকি চক্রবর্তী প্রমূখ ।