জয় ও সুতির্থার বৌভাত উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো
জয় ও সুতির্থার বৌভাত উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো নেতাজি রোড, মাতঙ্গিনী হাজরা স্মরণীর যুবক -- প্রফেসর জয় দাস ও নববধূ সুতির্থা সরকার দাসের বৌভাত উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও পাওয়ার চশমা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে নিজ বাসভবনে। উক্ত শিবির জয় দাসের হবু অর্ধাঙ্গিনী সুতির্থা এর সদিচ্ছায় আয়োজন করা হয়েছে। বৌভাত 13 তারিখ। ঠিক একদিন আগেই অর্থাৎ আগাম ১২ তারিখ ঘরোয়া বৌভাতের দিন নিজ বাসভবনে কোচবিহার নেতাজি রোড, মাতঙ্গিনী হাজরা স্মরণীর নিজ বাসভবনে এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির,চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চশমা প্রদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। উক্ত শিবিরে সহযোগিতা করছে ব্লাড ডোনার অর্গানাইজেশনের এবং কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর। তাই আগামীকাল উক্ত অনুষ্ঠানে দুপুর ১২ টা থেকে সবার আমন্ত্রণ রইলো। উক্ত অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত এসডিপিও মেখলিগঞ্জ চন্দন দাস ও কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়।