Blood Donation Camp at Cooch Behar Rash Mela Ground
মানুষের স্বার্থে ও মানুষের রক্তের প্রয়োজনে সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সদস্যরা । বিগত 2016 সাল থেকে কোচবিহারের রাস মেলার সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন কর্মসূচি করেছিল ব্লাড ডোনার অর্গানাইজেশন । এবারো কোচবিহারের ঐতিহ্যবাহী রাস মেলার মাঠে শিল্প মেলার সাংস্কৃতিক মঞ্চে নানান রকম সমাজসেবামূলক কর্মসূচি নিয়ে হাজির ব্লাড ডোনার অর্গানাইজেশন । কোচবিহার পৌরসভা ও কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তরে সহযোগিতায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও পাওয়ার চশমা বিতরণ এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ,হোমিওপ্যাথি চিকিৎসা শিশুরোগ বিশেষজ্ঞ প্রেসার সুগার হিমোগ্লোবিন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল ।রক্তদান শিবিরে মোট 15 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন এর মধ্যে একজন মহিলা স্বেচ্ছায় রক্ত দান করেছিলেন। এবং বিভিন্ন সমাজসেবার নিরিখে বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান ও সারাবছর স্বেচ্ছায় রক্তদাতাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ব্লাড ডোনার অর্গানাইজেশনের বিভিন্ন শাখার সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় ।