প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রক্তদান শিবির
প্রজাতন্ত্র_দিবস_উপলক্ষে_ম্যারাথন_দৌড়_প্রতিযোগিতা_স্বেচ্ছায়_রক্তদান_শিবির :: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এবৎসরও সিঙ্গিমারি_পাচুনীরপাড়_বুলেট_সংঘের উদ্যোগে ১৩ তম ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল । সকাল ৯ টার সময় কদমতলা বাজার থেকে পাতলাখাওয়া হয়ে সিঙ্গিমারি পাচুনীরপাড় বুলেট সংঘ প্রাঙ্গনে গিয়ে এই দীর্ঘ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষ হয় এবং প্রতিযোগীদের প্রত্যেককে মেডেল এবং প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় এবং দুপুর ১২ টা থেকে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির । উক্ত রক্তদান শিবির টি পরিচালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড_ডোনার_অর্গানাইজেশন । ক্লাব সদস্যরা জানিয়েছেন,'প্রত্যেক বছরের মতো এবছরও তাদের ১৩ তম ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করতে পেরে তারা খুবই আনন্দিত এবং আগামি দিনেও এই সব কর্মসূচি চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ।