BDO

Head Ofice : Cooch Behar, West Bengal, India   Call Us : + 91-7679844559

প্রজাতন্ত্র দিবসে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির

প্রজাতন্ত্র দিবসে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির

প্রজাতন্ত্র দিবসে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির নুভোকো ভিস্টাস কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিউ কোচবিহার গোডাউন প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত রক্তদান শিবিরে মোট 22 জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন। রক্তদান শিবিরের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন ও কোচবিহার সেন্ট জনস ব্লাড ব্যাংক। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সহযোগিতা করেছেন হোমিওপ্যাথি ডাক্তার বিজয় সরকার, প্রেসার চেক করেন কোচবিহার সুরক্ষা হেলথকেয়ার । রক্তদাতাদের গোলাপ ফুল, সার্টিফিকেট, টিফিন প্রদান করা হয়।

Details

Joint Organizer

Blood Bank

Next Event Previous Event
Back To Top