ব্লাড_ডোনার_অর্গানাইজেশনের আলিপুরদুয়ার জেলার ৪র্থ বর্ষপূর্তি
রবিবার ফালাকাটা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ব্লাড_ডোনার_অর্গানাইজেশনের আলিপুরদুয়ার জেলার ৪র্থ বর্ষপূর্তি সকাল ১১.৩০ এ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় তারপর সবাই মিলে ভারতীয় শহীদ জওয়ানদের শরণ করে #১মিনিট_নীরবতা_পালন_করা_হয়, তারপর রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ৮জন মহীলাসহ মোট ২১জন স্বেচ্ছায় রক্তদান করে, এছার বসে আঁকো প্রতিযোগিতায় ৩টি বিভাগে মোট ৬১ জন অংশগ্রহণ করেন।তারপর ৩৫জন ব্যক্তি কে কম্বল বিতরন করা হয়। তারপর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রীমতি সন্ধ্যা বিশ্বাস,ফালাকাটা ১নং অঞ্চলের প্রধান শ্রী বিকাশ কুন্ডু,সমাজসেবী শ্রী সুভাষ রায়,আবদুল মান্নান,শ্রী সুভব্রত দে, ফালাকাটা ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডঃ কর্মকার, ব্লাড ডোনার অর্গানাইজেশনের রাজ্য সম্পাদক রাজা বৈদ্য সহ বিভিন্ন শাখার কর্মকর্তারা