স্বর্গীয়_সুবল_চন্দ্র_বৈদ্যের_২২তম_মৃত্যুবার্ষিকী_উপলক্ষ্যে_২২_জন_স্বেচ্ছায়, #রক্তদাতা_রক্তদান_করেন
কোচবিহার:-সালটা ১৯৯৯,আজকের দিনেই অর্থাৎ ১২ই মার্চ ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন শিক্ষক সুবল চন্দ্র বৈদ্য...। শুক্রবার ছিল তার ২২ তম মৃত্যুবার্ষিকী...।এই উপলক্ষ্যে ভারত ক্লাব ও ব্যায়ামাগার সংলগ্ন গুঞ্জবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঘটা করে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির থেকে শুরু করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, যেখানে বিনামূল্যে হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড, সুগার, পেশার পরীক্ষার ব্যবস্থা ছিল...। অনুষ্ঠান পরিচালনায় ছিল স্বেচ্ছাসেবী সংগঠন #ব্লাড_ডোনার_অর্গানাইজেশন_ও_কোচবিহার_সদর_মহকুমা_শাসক...। এবং অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল ভারত ক্লাব ও ব্যায়ামাগার। আজকের #এই_অনুষ্ঠানে_২২_তম_মৃত্যুবার্ষিকী_উপলক্ষ্যে_২২_জন_রক্ত_দাতা_রক্তদাতা_স্বেচ্ছায়_রক্তদান_করেন...। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা নিবন্ধন পার্থ সারথি চক্রবর্তী,ভারত ক্লাব ও ব্যায়ামাগারে সম্পাদক অ্যাডভোকেট শীর্ষেন্দু রায় বসুনিয়া, শিক্ষক চিন্ময় সাহা, দন্ত বিশেষজ্ঞ ডক্টর দেবজ্যোতি বর্মন, হোমিওপ্যাথি ডাক্তার বিজয় সরকার ও কোচবিহার সেন্ট জনস ব্লাড ব্যাংকের ইনচার্জ সুধন সাহা এবং ডক্টটর সরকার পেথ ল্যাবরেটরির কর্মকর্তাগণ প্রমূখ...। অনুষ্ঠানের আহ্বায়ক ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য বলেন আমার বাবার ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন...। সমস্ত রক্তদাতাদের রক্তিম শুভেচ্ছা জানাই। মুমূর্ষ রোগীদের কথা চিন্তা করে আমাদের এই রক্তদান শিবির...। তাই আমরা রক্তদান শিবির এর ধারাবাহিকতা বজায় রেখেছি...।