কোচবিহার পুন্ডিবাড়ি তে বৌভাত_উপলক্ষে_রক্তদান_শিবির
সমাজের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এবং করোনা পরিস্থিতি সব রকম বিধি নিষেধ মেনে উত্তর কালারায়েরকুঠীর বাসিন্দা মনোজ বর্মন তার নিজের বৌভাত উপলক্ষে আজ এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন । উক্ত রক্তদান শিবিরে একজন মহিলা সহ মোট ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।