মহামারীর কারণে ব্লাড ব্যাঙ্ক এ রক্তশুন্যতা মেটাতে রক্তদান শিবির ফালাকাটায়
আজকে ব্লাড ডোনার অর্গানাইজেশন ফালাকাটা শাখার পক্ষ্য থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, ফালাকাটা সুপার স্পেসালিটি হসপিটালের ৩য় তলে। উক্ত শিবিরে ২জন মহিলা সহ মোট ১৪,জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগ্রহীত রক্তা ফালাকাটা সুপার স্পেসালিটি হসপিটাল ব্লাড ব্যাংকে জমা হয়। চারদিকে যেভাবে করোনার প্রভাব পরেছে তাই প্রায় সব ব্লাড ব্যাংক গুলি প্রায় রক্তশুন্য অবস্থায়, সেই রক্তশুন্যতা কিছুটা হলেও কাটানোর জন্য আজকের এই উদ্দ্যোগ।