BDO

Head Ofice : Cooch Behar, West Bengal, India   Call Us : + 91-7679844559

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

চারিদিকে যখন করোনার এক ভয়াবহ রুপ দেখা দিয়েছে, তেমনি ভাবে রক্তের হাহাকারও চলছে ব্লাড ব্যাঙ্ক গুলিতে । সাময়িকভাবে তার কিছুটা পূর্ণতা করানোর জন্যই ফরওয়ার্ড স্পোর্টিংক্লাব, ধর্মবরেরকুঠী (পাকুরতলা)-এর পরিচালনায় এবং ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় আজ ২৫শে বৈশাখ (09/05/2021) রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজিত হল। উক্ত রক্তদান শিবিরে অত্র এলাকার ৭ জন মহিলা সহ মোট ৩২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন । #ব্লাডডোনারঅর্গানাইজেশনের পক্ষ থেকে সকল রক্তদাতাকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা । বিঃদ্রঃ করোনার সমস্ত রকম সরকারি প্রোটোকল মানিয়া শিবিরটি আয়োজন করা হইয়াছিল । #রক্তদান_মহৎদান~ তাই তো আমরা আছি “ব্লাড অন কল” বিনামূল্যে পরিসেবা দিতে বদ্ধ পরিকর । নিজের এলাকায় কেও স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক পুরুষ/মহিলা ১৮ বছরের উর্দ্ধে ৪৫ কেজি ওজন থাকলে আমাদের ওয়েবসাইটে www.blooddonororganization.com নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে মুমূর্ষ রোগীর পাশে দাড়িয়ে সাহসিকতার পরিচয় দিতে পারবেন। ধন্যবাদান্তে ব্লাড ডোনার অর্গানাইজেশন সবার সাথে সবার পাশে

Details

Joint Organizer

Blood Bank

Next Event Previous Event
Back To Top