রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির
চারিদিকে যখন করোনার এক ভয়াবহ রুপ দেখা দিয়েছে, তেমনি ভাবে রক্তের হাহাকারও চলছে ব্লাড ব্যাঙ্ক গুলিতে । সাময়িকভাবে তার কিছুটা পূর্ণতা করানোর জন্যই ফরওয়ার্ড স্পোর্টিংক্লাব, ধর্মবরেরকুঠী (পাকুরতলা)-এর পরিচালনায় এবং ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় আজ ২৫শে বৈশাখ (09/05/2021) রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজিত হল। উক্ত রক্তদান শিবিরে অত্র এলাকার ৭ জন মহিলা সহ মোট ৩২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন । #ব্লাডডোনারঅর্গানাইজেশনের পক্ষ থেকে সকল রক্তদাতাকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা । বিঃদ্রঃ করোনার সমস্ত রকম সরকারি প্রোটোকল মানিয়া শিবিরটি আয়োজন করা হইয়াছিল । #রক্তদান_মহৎদান~ তাই তো আমরা আছি “ব্লাড অন কল” বিনামূল্যে পরিসেবা দিতে বদ্ধ পরিকর । নিজের এলাকায় কেও স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক পুরুষ/মহিলা ১৮ বছরের উর্দ্ধে ৪৫ কেজি ওজন থাকলে আমাদের ওয়েবসাইটে www.blooddonororganization.com নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে মুমূর্ষ রোগীর পাশে দাড়িয়ে সাহসিকতার পরিচয় দিতে পারবেন। ধন্যবাদান্তে ব্লাড ডোনার অর্গানাইজেশন সবার সাথে সবার পাশে